সম্প্রতি হুয়াওয়ে তাদের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করেছে ‘হুয়াওয়ে স্পোর্টস অ্যান্ড ফ্যামিলি ডে ২০২৫’। অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল কর্মী ও পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং একসাথে আনন্দ উদযাপন করা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি, এছাড়া প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা আনন্দঘন পরিবেশে কর্মী ও তাদের পরিবারের সঙ্গে সময় কাটান। অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে গেমস, চিত্রাঙ্কন, স্প্রিন্ট, সংগীত ও নৃত্য পরিবেশনাও রাখা হয়েছিল।
উ জি অনুষ্ঠানে বলেন, “হুয়াওয়ে নিয়মিতভাবে কর্মীদের জন্য খেলাধুলা ও ফ্যামিলি ডে-সহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করে। এর মাধ্যমে আমরা তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে একসাথে আনন্দ উদযাপন করি। আমাদের কর্মীরা শুধু হুয়াওয়েকে এগিয়ে নিচ্ছে না, বরং তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং উদ্ভাবন দিয়ে দেশের প্রযুক্তিগত অগ্রগতিতেও ভূমিকা রাখছে।” তিনি আরও জানান, এই আয়োজন কর্মী ও পরিবারের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নতুন উদ্যমের সঙ্গে একসাথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।
হুয়াওয়ে বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার ঝৌ শিয়াওফেং বলেন, “আমরা এমন উৎসবমুখর পরিবেশে কর্মী ও পরিবারের সঙ্গে এই বিশেষ দিন উদযাপন করতে পেরে আনন্দিত। ফ্যামিলি ডে এবং অন্যান্য উদ্যোগ কর্মক্ষেত্রের বাইরেও কর্মীদের সুস্থ ও খুশি রাখার আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে। পরিবারের সহযোগিতা ও সমর্থন কর্মীদের পেশাগত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
হুয়াওয়ে শুধু ফ্যামিলি ডে নয়, বরং সারা বছর বিভিন্ন উৎসব ও কার্যক্রমের মাধ্যমে কর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে থাকে।


