চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভেসে উঠেছে এক মণ ওজনের একটি মৃত ডলফিন। পরে নৌ-পুলিশ ও হালদা নদীর পাহারাদাররা ডলফিনটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে হালদা নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়ীয়াঘোনা এলাকায় মদুনাঘাট দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে হালদা নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর ও হালদা নৌ-পুলিশ যৌথভাবে সেটি উদ্ধার করেন।
সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী জানান, ডলফিনটির সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে—এর দৈর্ঘ্য ৬ ফুট ৪ ইঞ্চি, প্রস্থ ৩ ফুট এবং ওজন প্রায় ৪৬ কেজি। ডলফিনটির আনুমানিক বয়স ১৩ থেকে ১৬ বছর। শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে, এটি পাঁচ থেকে সাত দিন আগে মারা গেছে। শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মাথার পাশে ও পেটের দিকে ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ এবং নিষিদ্ধ জালের ব্যবহার ডলফিনসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যুর হার বাড়িয়ে দিচ্ছে। এসব কার্যক্রম হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব অনিয়ম প্রতিহত করা না গেলে নদীর পরিবেশ ও প্রাণিকুল আরও বড় ঝুঁকিতে পড়বে।


