চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় একটি পানবোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কমল চৌধুরী (৫৩) ও সমীর চৌধুরী (৫৪)। আহত উজ্জল চৌধুরী (৪৯) বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি মো. আব্দুল মোমেন জানান, কমল চৌধুরী পটিয়ার হাইদগাঁও এলাকার রমণী মোহন চৌধুরীর ছেলে এবং সমীর চৌধুরী হাটহাজারীর পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে। তারা পিকআপে পান বোঝাই করে মিরসরাইয়ের মিঠাচরা বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা হন।
তিনি আরও জানান, সীতাকুণ্ডের উত্তরবাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমল ও সমীর গুরুতর আহত হন, উজ্জল সামান্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কমল ও সমীর মারা যান। ঘটনায় পিকআপের চালক গাড়ি রেখে পালিয়ে যান।
ওসি মো. আব্দুল মোমেন জানিয়েছেন, পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


