ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

শ্রীপুরে মহুয়া এক্সপ্রেসে যন্ত্রাংশ খুলে ট্রেন সময়সূচি বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ । ৩৪ জন

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহুয়া এক্সপ্রেস ট্রেনের চাকার সঙ্গে যুক্ত একটি স্প্রিং খুলে যাওয়ায় ট্রেনটি মাঝপথে থেমে গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও একাধিক ট্রেনের সময়সূচিতে মারাত্মক বিঘ্ন ঘটে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসটির শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা ১৭ মিনিট। স্টেশনে পৌঁছানোর প্রায় দুই কিলোমিটার আগেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। পরে রেলওয়ের কর্মীরা লাইন পাশে পড়ে থাকা ট্রেনের চাকার সঙ্গে যুক্ত খুলে যাওয়া স্প্রিংটি উদ্ধার করেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়ার বাড়ি থেকে আনা জিআই তার দিয়ে সাময়িকভাবে বেঁধে রাখা হয়।

প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে আটকে থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটি মন্থর গতিতে শ্রীপুর স্টেশনে পৌঁছানো হয়।

এই কারণে মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। একই কারণে ঢাকাগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেসও প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এতে অন্তত তিনটি ট্রেনের চলাচলসূচি বিঘ্নিত হয়।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম উদ্দিন জানান, ঘটনার কারণে তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে। তবে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।