ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ । ১৯ জন

জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর উপকূলে ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া দপ্তর।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে উপকূল থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৩ মাইল গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী এই ভূকম্পন উপকূলীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, পূর্বাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত এলাকায় স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি সাড়া দলগুলো মাঠে নেমেছে এবং উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি রয়েছে।