ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসীরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করছে। সোমবার সকাল ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন।
একই সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসি এবার প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
নিবন্ধন প্রক্রিয়া চলমান দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ আরও ৫০টির বেশি দেশ।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে, যা ভোটার পূরণ করে ফেরত খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহ করার লক্ষ্য নিয়েই ইসি প্রস্তুতি চালাচ্ছে।


