ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার। রোববার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৬২ জন পুরুষ, ২০ হাজার ১০৯ জন নারী। সর্বোচ্চ নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে—৫১ হাজার ৫৭২ জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র (১৯,৫৭৮), কাতার (১৩,০৮৯), সংযুক্ত আরব আমিরাত (১২,৪৯২), মালয়েশিয়া (১২,১১৬), সিঙ্গাপুর (১২,১০৬), যুক্তরাজ্য (১১,১৯৬), দক্ষিণ কোরিয়া (৯,৫১০), কানাডা (৯,২৬৯), ওমান (৮,৭০৭), অস্ট্রেলিয়া (৭,৯২৩), ইতালি (৭,৬০৭) ও জাপান (৬,৯৬৯)।
ইসি জানিয়েছে, প্রবাসী ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, বিদেশে থাকা ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।
ইসি অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়ে বলেছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যাবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দেন। ভোট দিতে প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।


