দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে।
এ সময় নতুন করে ৪২১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছরের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ৭০৫ জন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।


