রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ উদ্ধারকারী দল গর্তের পাশেই সুড়ঙ্গ খনন পদ্ধতি ব্যবহার করে শিশুটিকে উপরে তুলে আনতে সক্ষম হয়। দীর্ঘসময় ধরে টানা উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হলে উপস্থিত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।
এর আগে বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশে মায়ের সঙ্গে বিলে যাওয়ার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় ছোট্ট সাজিদ। এরপর থেকেই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।
টানা চেষ্টার পর সফলভাবে উদ্ধার হওয়ায় সাজিদকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


