ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫

জাকার্তায় সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ । ১৭ জন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানান, আগুন লাগার সময় ভবনের ভেতরে বহু কর্মী অবস্থান করছিলেন-অনেকে দুপুরের খাবার খাচ্ছিলেন, কেউ বা বাইরে যাচ্ছিলেন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্ভাব্য আরও হতাহতদের সন্ধানে অভিযান চলছে।

স্থানীয় কমপাস টিভির ভিডিও ফুটেজে দেখা যায়, বহু অগ্নিনির্বাপক কর্মী ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ভবনটি জাপানি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশনের অফিস হিসেবে ব্যবহৃত হতো। প্রতিষ্ঠানটি খনি ও কৃষি খাতে জরিপ কাজে ব্যবহৃত ড্রোন সরবরাহ করে। তবে অগ্নিকাণ্ড বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স