ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

চামড়া–জুতা শিল্পে চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৫

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ । ২৩ জন

বাংলাদেশে চামড়া ও জুতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ‘লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন ও ফুটওয়্যার এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশীয় চামড়া ও জুতা শিল্পের দুই অগ্রদূত এবং তিন প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

অ্যাপেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে তার শিল্পে অবদানের জন্য লেগেসি অব এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া অ্যাকসেঞ্চার ফুটওয়্যার ও লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম মুশফিকুর রহমানকে এমার্জিং চেঞ্জমেকার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার জিতেছে: এমএএফ সুজ – প্রসেস এফিশিয়েন্সি, এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড – সাসটেইনেবল প্র্যাকটিস, স্টেপ সু – সাপোর্ট সার্ভিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. সানওয়ার জাহান ভূঁইয়া, শিল্প নেতৃবৃন্দ এবং চীন, ভারত ও পাকিস্তান থেকে চামড়া শিল্পের প্রতিনিধিরা।

সামগ্রিকভাবে অনুষ্ঠানের অংশ হিসেবে ‘লোকালাইজেশন ৩৬০: ম্যাটেরিয়ালস, টেক, ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। প্যানেল পরিচালনা করেন ফিরোজ আলম, জিআইজেড-এর হেড অব প্রোজেক্ট। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন এনবিআরের সৈয়দ মুশফিকুর রহমান, শামীম কবির, মো. নাসরুল্লাহ, মো. গোলাম শাহনেওয়াজ ও মো. আরিফুল হক।