ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ । ১৯৬ জন

ফিলিস্তিনের গাজা ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়ছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান—এমন সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল (অব.) ড. জ্যাক নেরিয়া।

নেরিয়া জানিয়েছেন, ইরান সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে এবং এরই অংশ হিসেবে হিজবুল্লাহকেও সরাসরি যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহ যোদ্ধাদের মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকতে বলা হয়েছে, যা আসন্ন সামরিক পদক্ষেপের ইঙ্গিত বহন করছে।

তার দাবি, একটি পূর্ণাঙ্গ যুদ্ধ আসন্ন এবং ইরান অপমান সহ্য করবে না, প্রতিশোধ নিতেই হবে। এ প্রসঙ্গে তিনি ইসরায়েল-সিরিয়ার সাম্প্রতিক আলোচনার বিষয়টি উল্লেখ করেন। নেরিয়ার মতে, সিরিয়ার নতুন নেতৃত্ব আহমেদ আল-শারাহ হিজবুল্লাহর অস্ত্র চালান আটকে দিচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীটির পুনর্গঠন রোধ করছে। এটি ইসরায়েলের প্রতি সদিচ্ছার প্রমাণ বলে তিনি মনে করেন।

তিনি বলেন, আসাদ শাসনের পতনের পর হিজবুল্লাহর প্রভাব ভেঙে পড়েছে এবং ইরান এখন আল-শারাহ সরকারকে সরানোর চেষ্টা করছে। অন্যদিকে সিরিয়া ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা চায়, যা ইরানের কৌশলের সঙ্গে সাংঘর্ষিক।

এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রবিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন। রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না।

খামেনির ভাষ্য, ওয়াশিংটনের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজেদের ইচ্ছেমতো চালানো এবং মার্কিন আনুগত্যে বাধ্য করা। এ অবস্থায় শত্রুর যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা জানিয়েছে, ইসলামি বিপ্লবের লক্ষ্য পূরণে সেনারা সবসময় সরকারের পাশে থাকবে।

অন্যদিকে, পারমাণবিক ইস্যুতে ইউরোপের সঙ্গে আলোচনায় বসছে ইরান। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অংশ নেবে। এর আগে গত ২৫ জুলাই ইস্তাম্বুলে এ বিষয়ে প্রথম বৈঠক হয়েছিল।

উল্লেখ্য, জুন মাসে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা হিসেবে ইরানও ইসরায়েলের ভেতরে হামলা চালায়। সেই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনায় এসেছে দেশটি।