ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  • অন্যান্য

আগামী ৪ দিন যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ । ৩৯৭ জন

আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে।

০৬ আগস্ট ২০২৫:
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকবে।

০৭ আগস্ট ২০২৫:
রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারাদেশে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

০৮ আগস্ট ২০২৫:
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

০৯ আগস্ট ২০২৫:
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে, যা কিছুটা স্বস্তি বয়ে আনবে দেশের বিভিন্ন অঞ্চলের জন্য।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে। জনসাধারণকে আবহাওয়া পরিস্থিতির প্রতি সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।