ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাবলিকহেলথ ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ । ২৩৪ জন

গত ১০ নভেম্বর শুক্রবার ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার সুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। বিদ্যালয়ের মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসাশিবিরে বিনা মূল্যে সেবা নিয়েছেন দুই শতাধিক মানুষ। এই কার্যক্রমে সহযোগিতা করে সলবিওন নামের ওষুধের ব্র্যান্ড।

ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে বারডেম হাসপাতালের এনডোক্রাইন বিভাগের প্রধান অধ্যাপক ফিরোজ আমিনের নেতৃত্বে একদল চিকিৎসক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক ফারিয়া আফসানা, হাসিব রহমান, রুশদা শারমিন, কাজী নাজমুল হোসেন, রুবায়েত হাসান চৌধুরী, শাহীন ইবনে রহমান প্রমুখ।

ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসাশিবির আয়োজনে সমন্বয় করেন দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফের উপব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক আব্বাস আলী, প্রোডাক্ট ম্যানেজার তনয় কুমার সাহা প্রমুখ।

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। সাহসী এই তরুণের নামে ফারাজ হোসেন ফাউন্ডেশন গড়েছে তাঁর পরিবার।  এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় খাদ্যসহায়তা প্রদান, হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ দেওয়াসহ সারা দেশে নানা মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।